Tuesday, November 17, 2015

জীবন খুব অদ্ভুত একটা জিনিস। জীবন একটাই। কত কিছু করার থাকে এই একটা জীবনে। কিন্ত আমার প্রশ্ন হল আমরা কি করতে পারি সারাজীবনে?  অধিকাংশ মানুষ প্রতিদিন হিসাব করে যে সে জীবনে কি পেল আর কি পেল না। কেউ কি কখনও এটা ভাবে যে জীবনে সে নিজে অন্যকে কতটা কি দিয়েছে? বা দিতে পেরেছে? সবাই আমরা পাওয়া না পাওয়ার হিসাব খাতার অংক কষি। কিন্ত কেউ অন্যকে কতটা দিলাম তার হিসাবের অংকটা করে না। সবাই আমরা পড়ি, "ত্যাগেই প্রকৃত সুখ, ভোগ সুখ নহে।" কিন্ত কয়জন মানুষ এই কথাটার মর্মার্থ বোঝে?  সত্যিটা কি জানেন?  ত্যাগই জীবনের মূল ধর্ম হওয়া উচিত। কারণ, মানুষ জীবনের একটা সময় এসে বোঝে যে যদি সে একটু ত্যাগ করত, তবে তার জীবনটা আরো বেশি সুন্দর‍, আরো বেশি গোছানো হয়ে উঠত। যারা এখন ছোট, তাদের উচিত এই কথাটা বোঝা। কারণ জীবনটা তো একটাই। ভিডিও গেমস এর মত তো আর জীবন কে বার বার নতুন করে শুরু করা যায়না। তাই ছোটদের উচিত জীবনটা ত্যাগ এর মহিমায় সুন্দর করে গুছিয়ে নেয়া। তাহলে জীবনের ভুলের সংখাটা কমে যায়। আর যার জীবনে ভুলের সংখা যত কম, তার জীবন তত বেশী সুন্দর।
©তামজীদ।